Last Updated: Thursday, February 13, 2014, 19:04
ভ্যালেন্টাইনস ডে-র স্পেশাল খাওয়া দাওয়া মানেই কেক, ককটেল আর চকোলেট আর স্ন্যাকসের মধ্যেই আটকে থাকেন প্রায় সকলেই। প্রেমের দিনে একটু ভারতীয় ছোঁয়া আনতে বানাতে পারেন মাটন শিক কাবাব। স্ন্যাকস হিসেবে কফি, ককটেল বা যে কোনও পানীয়র সঙ্গেই অসাধারণ জমবে মাটন শিক কাবাব।